Bharat Electronics Limited Vacancy 2024: আপনি কি অনেকদিন ধরে একটি ভালো চাকরির সন্ধানে রয়েছেন। তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রীতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে নতুন করে ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে, এই প্রতিবেদনটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নেবেন।
Table of Contents
Bharat Electronics Limited Vacancy 2024 ভ্যাকেন্সি ডিটেলস
পদের নাম – ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর পক্ষ থেকে জারি করার কর্মী নিয়োগের নোটিশ অনুসারে Management Industrial Trainee পদে নিয়োগ করা হবে। এই ট্রেনিং সময়কাল হলো এক বছরের।
মোট শূন্যপদ – এই পদে মোট শূন্যপদ রয়েছে তিনটি।
মাসিক বেতন – চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে ১৮০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য যোগ্যতা (BEL Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে CMAও CA (Intermediate)ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা – আবেদন জানাতে একটু প্রার্থীর বয়স ৩০শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুসারে ২৫ বছর অথবা এর কম হতে হবে। সরকারি নিয়ম অনুসারে SC, ST, ক্যাটাগরি প্রার্থীদের বয়সের দিক থেকে সর্বোচ্চ পাঁচ বছরের এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ তিন বছরের ছাড় দেওয়া রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
এই পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (BEL Recruitment 2024 How To Apply)
আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন জানাবেন বিস্তারিত জানতে পড়লে অফিশিয়াল নোটিশটি পড়ে নেবেন। নোটিশের লিংক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ (Last Date)
ইন্টারভিউ নেওয়া হবে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকাল ৯’টা থেকে।
দরকারি ডকুমেন্ট
1. উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট
2. এডুকেশন সার্টিফিকেট
3. আবেদন পত্রের এক কপি জেরক্স
4. আধার কার্ড
5. প্যান কার্ড
6. কাস্ট সার্টিফিকেট
দরকারি লিংক
Official Notice – Click Here
Official Website – Click Here
More Job News – Click Here
