WB Exam News

কেন্দ্রীয় সংস্থা ONGC তে সরাসরি কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৮,২৬০ টাকা

কেন্দ্রীয় সংস্থা ONGC তে সরাসরি কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৮,২৬০ টাকা

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত খুশির খবর। সম্প্রীতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC Job) সংস্থার পক্ষ থেকে প্রজেক্ট ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এটি একটি চুক্তিভিত্তিক চাকরি কোন স্থায়ী চাকরি নয়। এই পদে চাকরি পাওয়ার কর্মচারীদের চাকরির জন্য পাড়ি দিতে হবে অন্য রাজ্যে। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্ত থেকে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এই পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। কি পদে কর্মী নিয়োগ করা হবে? মাসিক বেতন কত? কিভাবে আবেদন জানাবেন? ইত্যাদি বিষয় বিস্তারিত জেনে নিন।

ONGC ভ্যাকেন্সি ডিটেলস 

সদ্য অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন সংস্থার পক্ষ থেকে, জারি করা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে মোট শূন্যপদ রয়েছে ২টি। চাকরি পাওয়া কর্মচারীদের দিল্লিতে অথবা অন্য কোথাও পোস্টিং দেওয়া হবে। এটি একটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক চাকরি (ONGC Contractual Jobs)

ONGC তে আবেদনের জন্য যোগ্যতা 

আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি বা বিটেকের ডিগ্রী থাকতে হবে। বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা ভালো করে জানতে হলে, অফিশিয়াল নোটিশটি অবশ্যই পড়ে নেবেন।

কেন্দ্রীয় সংস্থা ONGC তে সরাসরি কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৮,২৬০ টাকা

মাসিক বেতন (ONGC Salary Per Month)

এই পদে কাজের শুরুতে প্রতি মাসে  ৪৮ হাজার ২৬০ টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। এই বেতন বৃদ্ধি পেয়ে পরবর্তীকালে ৫৪,৬১০ টাকা পর্যন্ত যাবে।

কাজের সময়সীমা

এটি একটি সম্পূর্ণ এক বছরের চুক্তিভিত্তিক চাকরি। এক বছর পর প্রার্থী কাজের দক্ষতার উপর নির্ভর করে কাজের সময়সীমা বাড়ানো হবে। এই পদে সর্বোচ্চ কাজের সময়সীমা হল চার বছর।

কর্মী নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার দরকার নেই, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

ONGC এই পদে আবেদন জানানোর শেষ তারিখ হল ১৬ ই আগস্ট ২০২৪।

কিভাবে আবেদন জানাবে

আগ্রহী আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। এরপর সেটি প্রিন্ট আউট করিয়ে নেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলআপ করে দরকারি নথিপত্র গুলো অফিশিয়াল নোটিশে দেওয়া ইমেইল আইডিটে সঠিক সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন।

আবেদন মূল্য 

সম্পূর্ণ বিনামূল্যে এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য কোনরকম টাকা দেওয়ার দরকার নেই। 

Official Notice – Click Here

Official Notice – Click Here

Exit mobile version