কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ, DRDO Recruitment 2024 

DRDO Recruitment 2024 : যে সকল চাকরি প্রার্থীরা অনেকদিন ধরে একটি ভাল চাকরি সন্ধান করছেন, তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। সদ্য DRDO পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে মোট দুই ধরনের পোস্ট কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ যোগ্য বয়স হলো 35 বছর। এটি একটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরি কোন স্থায়ী চাকরি নয়। এই পদে চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে একটি উচ্চ হাড়ে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা, ঠিক থাকলে রাজ্যের যেকোন প্রান্ত থেকে সকল যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আপনি যদি আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে, এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নেবেন। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

DRDO Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রীতি DRDO  পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে Junior Research Fellows ও Research Associate প্রতি নিয়োগ করা হবে। এই দুই ধরনের পদ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১৯ টি। Junior Research Fellows পদে শূন্যপদ রয়েছে 18 টি এবং Research Associate পদে মোট শূন্যপদ হল ১টি।

আবেদনের জন্য যোগ্যতা

প্রতিটি পোস্টে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করার রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ভালো করে জানতে হলে অফিসিয়াল নোটিশটি পড়ে নেবেন।

DRDO Recruitment 2024 বয়সসীমা

রিসার্চ অ্যাসোসিয়েট পদে আবেদন জানানোর জন্য সর্বোচ্চ যোগ্য বয়স হলো 35 বছর এবং জুনিয়র রিসার্চ পেল পদে আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে. সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বয়সের দিকে কিছুটা ছাড় দেওয়া রয়েছে.

DRDO Recruitment 2024 কাজের সময়সীমা

 এটি একটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরি কোন থাই চাকরি না. DRDO পক্ষ থেকে প্রকাশিত নোটিশ অনুযায়ী রিসার্চ অ্যাসোসিয়েট পদে কাজ করা সর্বোচ্চ সময় হলো দু বছরের এবং জুনিয়র রিসার্চ পেল পদে কাজ করার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে পাঁচ বছর।

DRDO Recruitment 2024 মাসিক বেতন

উল্লেখিত পদগুলিতে কর্মচারীদের স্টাইপেন্ডের ভিত্তিতে মাসিক বেতন দেওয়া হবে. রিসার্চ এসোসিয়েট পদে চাকরি পাওয়ার কর্মচারীকে প্রতি মাসে ৬৭ হাজার টাকা বেতন দেওয়া হবে. জুনিয়র রিচার্জ পেল পদে কর্মচারীদের প্রতি আছে ৩৭০০০ টাকা বেতন দেওয়া হবে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া

 আবেদনকারীদের চাকরি পাওয়ার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা  দিতে হবে না. এই পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে.

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদন জানানোর শেষ তারিখ হল চলতি বছর 26 শে আগস্ট। রিচার্জ অ্যাসোসিয়েট পদে ইন্টারভিউ নেওয়া তারিখ হল চারই সেপ্টেম্বর এবং জুনিয়ার রিসার্চ পেল পদে ইন্টারভিউ নেওয়া হবে চলতি বছরে চারি ও পাঁচই সেপ্টেম্বর।

কিভাবে আবেদন জানাবেন

কিভাবে আবেদন জানাবেন জানতে হলে অফিশিয়াল নোটিসটি পড়ে নেবেন। অফিসিয়াল নোটিসের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

Official Notice – Click Here

Official Website – Click Here

Leave a Comment