ITBP Job Recruitment 2024: সম্প্রীতি ITBP পক্ষ থেকে সাব ইন্সপেক্টর (হিন্দি ট্রান্সলেটর) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা নোটিশ অনুসারে এই পদে নারী ও পুরুষ উভয় আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে। এই পদে চাকরি পাওয়ার কর্মচারীদের প্রতি মাসে একটি ভালো টাকার বেতন দেওয়া হবে। এই পদে আবেদন জানানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনিও যদি আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আবেদন করুন।
Table of Contents
ITBP Job Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস
পদের নাম – ITBP পক্ষ থেকে জারি করা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে, সাব ইন্সপেক্টর ( হিন্দি ট্রান্সলেটর) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ – এই পদে মোট শূন্যপদ রয়েছে ১৭ টি। পুরুষ প্রার্থীদের জন্য রয়েছে ১৪ টি এবং মহিলা প্রার্থীদের জন্য রয়েছে ৩টি।
মাসিক বেতন – এই পদে চাকরি পাওয়া কর্মচারীদের কাজের শুরুতে লেভেল ৬ অনুসারে ৩৫ হাজার ৪০০ টাকা করে বেতন দেওয়া হবে। এই বেতন বেড়ে পরবর্তীকালে সর্বোচ্চ ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত হবে।
আবেদনের জন্য যোগ্যতা (ITBP Job Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা – আবেদনের জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত বিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রী অর্জন করতে হবে। যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিশিয়াল নোটিশটি পড়ে নেবেন।
বয়সসীমা – এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ যোগ্য বয়সসীমা হলো ৩০ বছর। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বয়সের দিক থেকে কিছুটা ছাড় দেওয়া রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
এই পদে মোট পাঁচটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমে প্রার্থীদের Physical Efficiency টেস্ট নেওয়া হবে। এরপর প্রার্থীদের Physical Standard টেস্ট হবে। তারপর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন মূল্য (Application Fees)
জেনারেল, ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ২০০ টাকা করে জমা দিতে হবে। এসসি, এসটি ও মহিলা প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন।
আবেদন প্রক্রিয়া (ITBP Job Recruitment 2024 Apply Online)
আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে ITBP অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে দরকারি নথিপত্র গুলো আপলোড করে দেবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন।
গুরুত্বপূর্ণ তারিখ – সাব ইন্সপেক্টর পদে আবেদন জানানো শুরু হয়েছে ২৮ শে জুলাই থেকে এবং আবেদন জানানোর শেষ তারিখ হল আগামী ২৬ শে আগস্ট ২০২৪।
Official Notice – Click Here
Official Website – Click Here

আমি Gopal Sil, Calcutta University থেকে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর করছি। আমি নিজে সরকারি চারির প্রস্তুতি নিচ্ছি। পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে ভালোবাসি। সেই কারণে যাতে আমার মতন সকল ছাত্র-ছাত্রীরা, সমস্ত ধরণের চাকরির ও শিক্ষার সঠিক খবর পেতে পাড়ে তারজন্য এই ওয়েবসাইটি খোলা হয়েছে। চাকরির ও শিক্ষার খবর তৌরি করতে আমর ২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।