কল্যাণী ইউনিভার্সিটিতে Field Investigator নিয়োগ | Kalyani University Recruitment 2024 

Kalyani University Recruitment 2024: সম্প্রীতি কল্যাণী ইউনিভারসিটির পক্ষ থেকে নতুন করে, ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জারি করা নোটিশ অনুসারে এই পদে মোট একটি শূন্যপদ রয়েছে। এই পদে চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে।এই পদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে সকল যোগ্য চাকরিপ্রার্থীর আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নেবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Kalyani University Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস

পদের নাম – কল্যাণী ইউনিভার্সিটি পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে Field Investigator পদে নিয়োগ করা হবে।

মোট ভেকেন্সি – এই পদে মোট একটি ভেকেন্সি রয়েছে।

মাসিক বেতন – চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য যোগ্যতা (Kalyani University Recruitment 2024)

শিক্ষাগত যোগ্যতা – আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে Political Science স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে দক্ষ হতে হবে.

বয়সসীমা – অফিসিয়াল নোটিশে বয়সসীমা স্পষ্ট ভাবে উল্লেখ করা নেই।

কল্যাণী ইউনিভার্সিটিতে Field Investigator নিয়োগ | Kalyani University Recruitment 2024
Kalyani University Recruitment 2024

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

এই পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। কোন লিখিত পরীক্ষা দেওয়ার দরকার নেই।

আবেদন প্রক্রিয়া (Application Process)

আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে নিজের একটি CV বানিয়ে নিতে হবে। এরপর সমস্ত দরকারের ডকুমেন্টস ও CV অফিশিয়াল নোটিশে দেওয়া ইমেইল আইডিতে পাঠিয়ে দেবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদন জানানোর শেষ তারিখ হলো আগামী 27 শে সেপ্টেম্বর 2024। ইন্টারভিউ নেওয়া হবে আগামী ২রা অক্টোবর ২০২৪ তারিখে সকাল 11 টা 30 মিনিট থেকে।

দরকারি লিংক

Official Notice – Click Here

Official Website – Click Here

More Job News – Click Here

Leave a Comment