Naval Ship Repair Yard Recruitment 2024: সম্প্রীতি জাহাজ রিপিয়ারিং সংস্থা নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ড পক্ষ থেকে নতুন করে Apprenticeship ট্রেনিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জারি করা নোটিশ অনুসারে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ। এই পদে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কি পদে নিয়োগ করা হবে? কি যোগ্যতা লাগবে? কিভাবে আবেদন জানাবে ইত্যাদি বিষয় বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নেবেন।
Table of Contents
Naval Ship Repair Yard Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস
পদের নাম – সম্প্রীতি জারি করা বিজ্ঞপ্তি অনুসারে Trade Apprenticeship পদে নিয়োগ করা সেই।
মোট শূন্যপদ – এই পদে মোট শূন্যপদ রয়েছে ৫০টি।
মাসিক বেতন – Trade Apprenticeship পদে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ডের ভিত্তিতে বেতন দেওয়া হবে। কত টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে জানতে হলে অফিশিয়াল নোটিশটি দেখে নেবেন।
আবেদনের জন্য যোগ্যতা (Naval Ship Repair Yard Recruitment 2024 Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা – আবেদনের জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে সেই এবং এর সাথে প্রার্থীদের ITI ডিগ্রী থাকতে হবে।
বয়সসীমা – আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
এই পদে কোনরকম লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
আবেদন জানাতে ইচ্ছুক সকল প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে হবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে দরকারে নথিপত্র গুলো আপলোড করে দেবেন। সবশেষে আবেদন পত্রটি ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন।
গুরুত্বপূর্ণ তারিখ – এই পদে আবেদন জানানো চলবে অফিশিয়াল নোটিশ প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত। নোটিশটি প্রকাশিত হয়েছে 17ই আগস্ট ২০২৪ তারিখে।
Official Notice – Click Here
Official Website – Click Here
More News – Click Here
