WB BDO Office Recruitment 2024: পশ্চিমবঙ্গে সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটু খুশির খবর। সম্প্রীতি রাজ্যের জলপাইগুড়ি জেলার ডিএম অফিসের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জারি করা নোটিস অনুসারে অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে বেশি শূন্যপদ নেই। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এই পদে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। এটি একটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরির কোনো স্থায়ী চাকরি নয়। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ন পড়ে নেবেন।
Table of Contents
WB BDO Office Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস
পদের নাম – রাজ্যের নতুন করে Accountant পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
মোট ভ্যাকেন্সি – এই পদে মোট একটি ভ্যাকেন্সি রয়েছে।
মাসিক বেতন – চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে ১৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। চুক্তিভিত্তিক চাকরি হওয়ার কারণে বেতন বৃদ্ধির কথা উল্লেখ করা নেই।
আবেদনের জন্য যোগ্যতা (WB Group C Recruitment 2024 Qualification)
শিক্ষাগত যোগ্যতা – আবেদনের জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ নিয়ে স্নাতক পাশ করতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে দক্ষ হতে হবে।
বয়সসীমা – আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (WB BDO Office Recruitment 2024 Selection Process)
অ্যাকাউন্টেন্ট পদে মোট তিনটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। সবশেষে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন প্রক্রিয়া (Jalpaiguri DM Office Recruitment 2024 How To apply)
আবেদনকারীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদন পত্রটির একটি কপি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করিয়ে নেবেন। তারপর সেটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নেবেন। ফিলাপ করা হয়ে গেলে দরকারি ডকুমেন্টসের জেরক্সের সঙ্গে আবেদন পত্রটি অফিসিয়াল নোটিশে দেওয়া ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন।
আবেদন মূল্য
ওপরের পদে সম্পন্ন বিনামূল্যে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে। কারণ অফিশিয়াল নোটিশের আবেদন মূল্যের কথা উল্লেখ করা নেই।
দরকারি ডকুমেন্টস
যে সমস্ত দরকারি ডকুমেন্টস গুলো জমা করতে হবে সেগুলি হল-
1. আধার কার্ড
2. ভোটার কার্ড
3. পাসপোর্ট সাইজের ছবি
4. কম্পিউটার সার্টিফিকেট
5. এডুকেশন সার্টিফিকেট
6. জন্ম সার্টিফিকেট
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদন জানানোর শেষ তারিখ হলো ৪ই অক্টোবর ২০২৪
দরকারি লিংক
Official Notice – Click Here
Official Website – Click Here
More Job News – Click Here

আমি Gopal Sil, Calcutta University থেকে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর করছি। আমি নিজে সরকারি চারির প্রস্তুতি নিচ্ছি। পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে ভালোবাসি। সেই কারণে যাতে আমার মতন সকল ছাত্র-ছাত্রীরা, সমস্ত ধরণের চাকরির ও শিক্ষার সঠিক খবর পেতে পাড়ে তারজন্য এই ওয়েবসাইটি খোলা হয়েছে। চাকরির ও শিক্ষার খবর তৌরি করতে আমর ২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।