রাজ্যের DM অফিসে নতুন করে কর্মী নিয়োগ | WB DM Office Job Vacancy 2024

WB DM Office Job Vacancy 2024: রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি খুশির খবর। সম্প্রীতি রাজ্যের DM অফিসের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে রাজ্যের যে কোনো জেলা থেকে যোগ্য চকারি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৫ বছর মধ্যে হতে হবে। আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা লাগবে স্নাতক পাশ। এই পদে চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে উচ্চহারে বেতন দেওয়া হবে। এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে নেবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

WB DM Office Job Vacancy 2024 ভ্যাকেন্সি ডিটেলস

পদের নাম – বাঁকুড়া জেলার DM অফিসের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে District Project Manager পদে নিয়োগ করা হবে। এটি হল একটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরি কোন স্থায়ী চাকরি নয়।

মোট ভ্যাকেন্সি – এই পদে মোট ভ্যাকেন্সি রয়েছে একটি। সকল ক্যাটাগরির প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন – ওপরে পদে চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে ২৩,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে। কাজ করার সাথে সাথে বেতন বৃদ্ধি পাবে।

আবেদনের জন্য যোগ্যতা (WB DM Office Job Vacancy 2024 Qualification)

শিক্ষাগত যোগ্যতা – আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে, যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের কম করে এক বছরের সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিপ্লোমা করা সার্টিফিকেট থাকতে হবে।

কাজের অভিজ্ঞতা – আবেদনকারীদের কম করে দু বছরের সমতুল্য পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – আবেদনকারীর বয়স ১ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুসারে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বয়সের দিক থেকে কিছুটা ছাড় দেওয়া রয়েছে।

রাজ্যের DM অফিসে নতুন করে কর্মী নিয়োগ | WB DM Office Job Vacancy 2024
WB DM Office Job Vacancy 2024

নিয়োগ প্রক্রিয়া (WB DM Office Recruitment 2024 Selection Process)

এই পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ৫০ নম্বরের। বাকি ৫০ নম্বর থাকবে আপনার শিক্ষাগত যোগ্যতা ও কাজ করার অভিজ্ঞতার ওপর।

আবেদন প্রক্রিয়া (WB DM Office Job Vacancy Apply Online)

বাঁকুড়া জেলার DM অফিসের এই পদে আপনি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে আবেদন জানাতে পারবেন। প্রথমে আপনাকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। নিচে আবেদন পত্রের লিংক দেওয়া রয়েছে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনাকে আবেদন পত্রটির এক কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তারপর সেটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নেবেন। ফিলাপ করা হয়ে গেলে আবেদন পত্রটি অফিশিয়াল নোটিশে দেওয়া ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন। অথবা অনলাইনের মধ্যে আবেদনপত্র জমা করতে হলে আপনাকে আবেদন পত্রটির সঙ্গে অন্যান্য দরকারি ডকুমেন্টস গুলো পিডিএফ করে নোটিশে দেওয়া ইমেইল আইডিতে পাঠিয়ে দেবেন।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Date)

এই পদে আবেদন জানানো শেষ তারিখ হল ২২শে নভেম্বর ২০২৪। এই তারিখের মধ্যে সকল প্রার্থীদের আবেদন জানাতে হবে। এই তারিখের পর কোন আবেদন গ্রহণ করা হবে না।

 দরকারি ডকুমেন্টস (Job News 2024)

  •  জন্ম সার্টিফিকেট
  •  মাধ্যমিকের এডমিট কার্ড
  •  এডুকেশন সার্টিফিকেট
  •  আধার কার্ড
  •  কাজ করার অভিজ্ঞতা সার্টিফিকেট
  •  পাসপোর্ট সাইজের ছবি

দরকারি লিংক 

Official Notice – Click Here

Official Website – Click Here

Application From – Click Here

More Job News – Click Here

Leave a Comment