WB Group-D Recruitment 2024: ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরি খুঁজছেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রীতি রাজ্যের ঝারগ্রাম জেলার ডিএম অফিসের পক্ষ থেকে, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জারি করা নোটিশ অনুসারে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ। আবেদনকারীর বয়স 21 থেকে 40 বছর মধ্যে হতে হবে। ঝাড়গ্রাম জেলার ডিএম অফিসে কি কি পদে নিয়োগ করা হবে? কত টাকা মাসিক বেতন? কিভাবে আবেদন জানাবেন? ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে হলে, প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নেবেন।
Table of Contents
WB Group-D Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস
পদের নাম – ঝাড়্গ্রাম জেলার ডিএম অফিসের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে মোট ছয় ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম গুলি হল- Superintendent, Matron, Cook, Helper, Darwan Cum Night Guard, Karmabandh। এই ছয় ধরনের পদে নারী ও পুরুষ সকলেই আবেদন জানাতে পারবেন।
মোট শুন্যপদ – উপরে উল্লেখিত সকল পদ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ছয়টি। প্রতিটি পদে একটি করে শূন্য পদ রয়েছে।
মাসিক বেতন – ওপরে উল্লেখিত পদ গুলোতে নূন্যতম ৩,০০০ টাকা থেকে সর্বোচ্চ 15 হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে। কোন পদে কত টাকা করে মাসিক বেতন দেয়া হবে নিচে দেওয়া হল-
পদের নাম | মাসিক বেতন |
Superintendent | 15,000/- |
Matron | 9,000/- |
Cook | 7,000/- |
Helper | 5,000/- |
Darwan Cum Night Guard | 6,000/- |
Karmabandhu | 3,000/- |
আবেদনের জন্য যোগ্যতা (WB Group-D Recruitment 2024 Qualification)
শিক্ষাগত যোগ্যতা – আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাশ করতে হবে। প্রতিটি পদে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা রয়েছে।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
Superintendent | স্নাতক পাশ |
Matron | মাধ্যমিক পাশ |
Cook | অষ্টম শ্রেণী পাশ |
Helper | অষ্টম শ্রেণী পাশ |
Darwan Cum Night Guard | অষ্টম শ্রেণী পাশ |
Karmabandhu | অষ্টম শ্রেণী পাশ |
বয়সসীমা – আবেদনকারীর বয়স ১ই জানুয়ারি ২০২৪ তারিখ অনুসারে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বয়সের দিক থেকে কিছুটা ছাড় দেওয়া রয়েছে।
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
Superintendent ও Matron পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এছাড়া বাকি সকল পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া
আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটির ডাউনলোড করতে হবে। এরপর আপনাকে আবেদন পত্রটির এক কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তারপর সেটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নেবেন। ফিলাপ করা হয়ে গেলে আবেদন পত্রটির সঙ্গে দরকারি নথিপত্র গুলো একটি খামের মধ্যে ভোরে অফিশিয়াল নোটিশে দেওয়া ঠিকানায় সঠিক সময়ের মধ্যে জমা করে দেবেন।
দরকারি নথিপত্র
- আধার কার্ড
- এডুকেশন সার্টিফিকেট
- পরীক্ষার রেজাল্ট
- কাস্ট সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
আবেদনের শেষ তারিখ
এই পদে আবেদন জানানোর শেষ তারিখ হল ৪ই অক্টোবর ২০২৪।
দরকারি লিংক
Official Notice – Click Here
Official Website – Click Here
More Job News – Click Here

আমি Gopal Sil, Calcutta University থেকে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর করছি। আমি নিজে সরকারি চারির প্রস্তুতি নিচ্ছি। পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে ভালোবাসি। সেই কারণে যাতে আমার মতন সকল ছাত্র-ছাত্রীরা, সমস্ত ধরণের চাকরির ও শিক্ষার সঠিক খবর পেতে পাড়ে তারজন্য এই ওয়েবসাইটি খোলা হয়েছে। চাকরির ও শিক্ষার খবর তৌরি করতে আমর ২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।