WB Exam News

ওয়েস্টার্ন কোল্ডফিল্ডে প্রচুর কর্মী নিয়োগ, যোগ্যতা জেনে আবেদন করু

WCL Recruitment 2024: স্নাতক পাশে চাকরি খুজছেন তাহলে আপনার জন্য আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রীতি ওয়েস্টার্ন কোল্ড ফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে নতুন করে প্রচুর পরিমাণে শিক্ষানবিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জারি করা নোটিশ অনুসারে 300 টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে রাজ্যের সকল যোগ্য চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা লাগবে স্নাতক পাশ। কি কি পদে নিয়োগ করা হবে? কিভাবে আবেদন জানাবেন? কত টাকা বেতন দেওয়া হবে? ইত্যাদি বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো তাড়াতাড়ি পড়ে নেবেন।

WCL Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস

পদের নাম – WCL পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে যে দুই ধরনের পদে নিয়োগ করা হবে সেই দুটি পদের নাম হলো Graduate Apprentice এবং Technician Apprentice।

মোট শূন্যপদ – এই দুই ধরনের পদ মিলিয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে 316 টি।

মাসিক বেতন – Graduate Apprentice পদে প্রতি মাসে ৯,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। Technician Apprentice পদে ৮,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। 

আবেদনের জন্য যোগ্যতা (WCL Recruitment 2024 Qualification l

শিক্ষাগত যোগ্যতা – আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভারতবর্ষের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.E অথবা B.Tech ডিগ্রী থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ভালো করে জানতে হলে অফিশিয়াল নোটিসটি পড়ে নেবেন।

বয়সসীমা – আবেদনকারীর বয়স ১৮ বছর অথবা এর বেশি হতে হবে। অফিশিয়াল নোটিশে বয়সসীমার কথা স্পষ্টভাবে উল্লেখ করা নেই।

নিয়োগ প্রক্রিয়া

এই পদে কোনরকম লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে না। সরাসরি শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

WCL Recruitment 2024
WCL Recruitment 2024

আবেদন মূল্য 

আবেদনকারীদের কোনো রকম মূল্য দেওয়ার দরকার নেই। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন।

আবেদন প্রক্রিয়া (WCL Recruitment 2024 Apply Online)

আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে দরকারি নথিপত্র গুলো স্ক্যান করে আপলোড করে দেবেন। এরপর আবেদন পত্রটি ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদন জানানো শুরু হয়েছে 15ই অক্টোবর ২০২৪ থেকে এবং আবেদন জানানো চলবে আগামী ২৮শে অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত।

দরকারি লিংক

Official Notice – Click Here

Official Website – Click Here

More Job News – Click Here

Exit mobile version