CAPF Recruitment 2024: সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের পক্ষ থেকে নতুন করে প্রচুর পরিমাণে গ্রুপ A পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে নারী ও পুরুষ দুজনই আবেদন জানাতে পারবেন। ৩০০ টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের জন্য যোগ্য বয়স সীমা হল ৫০ বছর। চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে ৫৬ হাজার ১০০ টাকা করে বেতন দেওয়া হবে। জেনারেল, ওবিসি, প্রার্থীদের আবেদনের জন্য ৪০০ টাকা করে জমা দিতে হবে। এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন জানানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনিও যদি আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে নেবেন।
Table of Contents
CAPF Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস
পদের নাম – CAPF পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে মোট তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদ গুলোর নাম হলো Super Specialist Medical Officers, Specialist Medical Officers, Medical Officers।
মোট ভ্যাকেন্সি – তিন ধরনের পদ মিলিয়ে মোট ভ্যাকেন্সি রয়েছে ৩৪৫ টি। Medical Officers পদে রয়েছে ১৬৪ টি। Specialist Medical Officers পদে শূন্যপদ রয়েছে ১৭৬ টি এবং Super Specialist Medical Officers পদে রয়েছে মোট ৫ টি ভ্যাকেন্সি।
মাসিক বেতন – ওপরের উল্লেখিত পদ গুলোতে প্রতিটি পদে ভিন্ন ভিন্ন মাসিক বেতনের কথা উল্লেখ করা রয়েছে কোন পদে কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে নিচে উল্লেখ করা হলো।
পদের নাম | মাসিক বেদন |
Super Specialist Medical Officers | ৭৮,৮০০ – ২,০৯,২০০ |
Specialist Medical Officers | ৬৭,৭০০ – ২,০৮,,৭০০ |
Medical Officers | ৫৬,১০০ – ১,৭৭,৫০০ |
আবেদনের জন্য যোগ্যতা (CAPF Recruitment 2024 Qualification)
শিক্ষাগত যোগ্যতা – একাধিক পদ থাকার কারণে প্রতিটি পদে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা রয়েছে। কোন পদে কি যোগ্যতা লাগবে। জানতে হলে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নেবেন।
বয়সসীমা (CAPF Recruitment 2024 Age Limit)
আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীর বয়স কত হওয়া উচিত। জানতে হলে নিচের টেবিলটি দেখে নেবেন –
পদের নাম | সর্বোচ্চ বয়স সীমা |
Super Specialist Medical Officers | ৫০ বছর |
Specialist Medical Officers | ৪০ বছর |
Medical Officers | ৩০ বছর |
নিয়োগ প্রক্রিয়া
এই পদে মোট চারটি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। সবশেষে মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন মূল্য (Application Fees)
জেনারেল, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীদের ৪০০ টাকা করে আবেদন জানানোর জন্য অনলাইনের মাধ্যমে টাকা জমা করতে হবে। SC, ST ক্যাটাগরি প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য জমা করার দরকার নেই।
আবেদন প্রক্রিয়া
আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন জানাবেন ভালো করে জানতে হলে স্টেপ টু স্টেপ অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। অফিশিয়াল নোটিশের লিঙ্ক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ (CAPF Recruitment 2024 Last Date)
এই পদে আবেদন জানানোর শেষ তারিখ হল আগামী ১৪ ই নভেম্বর ২০২৪।
CAPF Recruitment 2024 Notification PDF
Official Notice – Click Here
Official Website – Click Here
More Job News – Click Here