সুবর্ণ সুযোগ! ইউনিয়ন ব্যাংকে LBO  নিয়োগ, মোট ভ্যাকেন্সি ১,৫০০ টি

Union Bank Recruitment 2024: যে সকল চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য রয়েছে একটি খুশির খবর। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন করে LBO পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জারি করা নোটিশ অনুসারে ১৫০০ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা লাগবে স্নাতক পাশ। ইচ্ছুক প্রার্থীর বয়স ২০ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে। SC, ST, OBC ক্যাটাগরি প্রার্থীদের বয়সের দিক থেকে ছাড় পেয়ে যাবেন। এই পদে আবেদন জানানো শুরু হবে চলতি বছরে ২৪ শে অক্টোবর থেকে। Union Bank Of India এই পদে মোট তিনটি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। আপনিও যদি ইউনিয়ন ব্যাংকের এই পদে আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকে তাহলেই প্রতিবেদনটি সম্পূর্ন মনোযোগ সহকারে পড়ে নেবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Union Bank Recruitment 2024 ভ্যাকেন্সি ডিটেলস

পদের নাম – Union Bank Of India  পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে Local Bank Officer (LBO) পদে নিয়োগ করা হবে। এই পদে নারী ও পুরুষ উভয়ই আবেদন জানাতে পারবেন।

মোট শুন্যপদ – LBO পদে মোট শূন্য পদ রয়েছে ১,৫০০ টি। সকল ক্যাটাগরির জন্য শূন্য পদ ভাগ করা রয়েছে।

মাসিক বেতন – চাকরি পাওয়ার কর্মচারীদের  কাজের শুরুতে প্রতি মাসে ৪৮ হাজার ৪৮০ টাকা করে বেতন দেওয়া হবে। এই বেতন বেড়ে সর্বোচ্চ ৮৫ হাজার ৯২০ টাকা পর্যন্ত যাবে।

আবেদনের জন্য যোগ্যতা (Union Bank Recruitment 2024 Qualification)

শিক্ষাগত যোগ্যতা – আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভারতবর্ষের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে।

বয়সসীমা (Union Bank Recruitment 2024 Age Limit)

আবেদনকারীর বয়স সর্বনিম্ন কুড়ি থেকে সর্বোচ্চ ৩০ বছর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে SC, ST ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ ৫ বছরের এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ ৩ বছরে বয়সের দিক থেকে ছাড় দেওয়া রয়েছে।

নিয়োগ প্রক্রিয়া (Selection Process)

এই পদে মোট তিনটি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের LPTনেওয়া হবে। সর্বশেষ পর্যায়  ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

Union Bank Recruitment 2024
Union Bank Recruitment 2024

আবেদন মূল্য (Application Fees)

জেনারেল, EWS, OBC ক্যাটাগরি প্রার্থীদের আবেদনের জন্য ৮৫০ টাকা করে জমা দিতে হবে এবং SC, ST, PWBD ক্যাটাগরি প্রার্থীদের ১৭৫ টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে।

আবেদন প্রক্রিয়া (Application Process)

আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যে সকল প্রার্থীর রেজিস্ট্রেশন করা রয়েছে তারা রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। তারপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাল করে নেবেন। ফিলাপ করা হয়ে গেলে দরকারি নথিপত্র গুলো আপলোড করে দেবেন। তারপর আবেদন পত্রটি ভালো করে মিলিয়ে নেবেন আপনার দেওয়া তথ্য গুলো সমস্ত সঠিক কিনা। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদন জানানো শুরু হয়েছে ২৪শে অক্টোবর ২০২৪ তারিখ থেকে এবং আবেদন জানানো চলবে আগামী ১৩ ই নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

দরকারি লিংক

Official Notice – Click Here

Official Website – Click Here

More Job News – Click Here

Leave a Comment